মহিলাদের জন্য ইসলামে যেভাবে পর্দার নির্দেশ রয়েছে
ইসলাম একটি পূর্ণাঙ্গ শ্বাসত্ব জীবন ব্যবস্থা ইসলামের রয়েছে মহিলাদের জন্য পর্দার বিধান আজকের এই টিপসে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাই এই টিপস গুলো আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
পর্দা কি
পর্দা শব্দটি মূলত ফারসি যার আরবি প্রতিশব্দ হিজাব পর্দা বা হিজাবের বাংলা অর্থ আবৃত করা ঢেকে রাখা আবরণ আড়াল অন্তরায় গোপন করার ইত্যাদি।
ইসলামের শরীয়তের পরিভাষায় নারী পুরুষ উভয়ের চারিত্রতা অর্জনের বিরুদ্ধে উভয়ের মাঝে শরীয়ত কর্তৃক নির্ধারিত যে যে আড়াল বা আবরণ রয়েছে সেটাই পর্দা।
পর্দার বিধান
পর্দা ইসলামের সার্বক্ষণিক পালনীয় অপরিহার্য বিধান সুন্নাহর অকাট্য দলিল প্রমাণাদির ভিত্তিতে নামাজ, রোজা, হজ, যাকাত, ইত্যাদি বিধানগুলোর মধ্যে সুস্পষ্ট বিধান।
এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন, যখন তোমরা তাদের নিকট কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে এই বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অতিরিক্ত পবিত্রতার কারণ{ সূরা আহযাব ৫৩}
পর্দার গুরুত্ব
পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহতালা বলেন হে নবী আপনি আপনার স্ত্রী কন্যা ও মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দিল্বারের একাংশ নিজেদের উপর টেনে দেয় এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না। এই আয়াতে পর্দার সঙ্গে চলাফেরা করার গুরুত্ব উল্লেখ করা হয়েছে। পর্দার সঙ্গে চলাফেরা করলে সবাই বুঝতে পারবে ,তারা শরীফ ও চরিত্র বতি নারী। পর্দানশীন নারীদেরকে কেউ উত্ত্যক্ত করার সাহস করবে না।
একটি হাদিসে বর্ণিত হয়েছে হযরত আলী রাঃ বর্ণনা করেন একদা তিনি রাসুলুল্লাহ সাঃ এর নিকটে ছিলেন তখন নবী সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন মহিলাদের জন্য সর্বতম বিষয় কোনটি তারা চুপ হয়ে গেলেন কেউ বলতে পারলেন না অতঃপর আমি ফিরে এসে ফাতিমা রাদিল্লাহু তায়ালাকে জিজ্ঞেস করলাম মহিলাদের জন্য স্বাগতম বিষয়ক কোনটি তিনি বললেন কোন পরপুরুষ তাকে দেখবে না অর্থাৎ নারী পর্দা আবৃত থাকবে তারপর আমি ওই বিষয়টির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উল্লেখ করলাম তিনি বললেন নিশ্চয়ই ফাতেমা আমার অংশ সে সত্য বলেছে এতে পদ্মার গুরুত্ব পরিস্ফুটিত হয়
পর্দার হীনতার পরিণতি
মূলত পর্দাহীনতার কারণে অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা অপকর্ম ও ব্যভিচারের মতো নিকৃষ্ট পাপের সূচনা হয় যার কারণে ইভটিজিং ধর্ষণ যৌন সন্ত্রাসপ্রকো টাকার ধারণ করে ফলে নানা অঘটনসহ ব্যক্তি ও পারিবারিক জীবন বিপর্যস্ত হয় যার বাস্তব চিত্র নিত্যদিনের সংবাদপত্র খুললেই আমাদের চোখে পড়ে
যেভাবে পর্দা পালন করতে হবে
একজন নারীর পর্দা পালনের তিনটি পর্যায়ে রয়েছে যথা গৃহে অবস্থানকালীন পর্দা বাইরে গমনকালীন পর্দা এবং বৃথা অবস্থায় পর্দা কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি পর্যায়ে পর্দা রক্ষা করে চলতে হবে সামনে পর্দার তিনটি পর্যায়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা হলো
নারীর প্রধান আবাসস্থল হল তার গৃহ সাধারণত গৃহ অভ্যন্তরে অবস্থান করা নারীর জন্য শোভনীয় এজন্য আল্লাহতালা নারীদেরকে তাদের কিভাবে অভ্যন্তর অবস্থানের নির্দেশনা দিয়েছেন
এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাম বলেন নারী তার পালনকর্তা সর্বাধিক নিকটে তখনই থাকে যখন সে তার গৃহে অবস্থান করে ৫৫৯৯
আর তারা যেন তাদের স্বামী পিতা শশুর পুত্র ভাতা ভগ্নিপুত্র অপর নারীগণ তাদের মালিকানাধীন দাসী নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া অন্য কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে আর তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার উদ্দেশ্যে সজরে পদচারণা না করে
বাইরে গমন কালীন পর্দা
বলা বাহুল্য যে নারীদের জন্য গৃহের বাইরে যাওয়ার প্রয়োজন অবশ্যই কমবে এজন্য ইসলাম প্রয়োজনে নারীকে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছেন এ প্রসঙ্গে সহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে মুসলিমে বর্ণিত হয়েছে পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার স্ত্রী হযরত সাওদার রাঃ কে উদ্দেশ্য করে বলেছেন প্রয়োজনের তোমাদেরকে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে বুখারী ৪৭৯৫
। মূলত ইসলাম একটি সর্বাঙ্গীণ ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই মানব প্রয়োজনে সকল দিকে ইসলামে বিবেচিত হয়েছে তবে এক্ষেত্রে পদ্মা আবৃত হয়ে বাইরে বের হতে হবে কিছুতেই পর্দাহীনভাবে বের হওয়া যাবে না এ প্রসঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন নারী পর্দা আপকৃত থাকার বস্তু যখনই সে পর্দাহীনভাবে বের হয় তখন শয়তান তার দিকে ওকে মেরে তাকায় তিরমিজি ১ ১৭৩।
বৃদ্ধা অবস্থায় পর্দা
বয়স্ক নারীদের জন্য পর্দা পালনের ক্ষেত্রে কিছুটা শীতলতা ও গ্রহণের অবকাশ রয়েছে এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন অতিশয় বিদ্যা নারী দ্বারা বিবাহের আশা রাখে না তাদের জন্য অপরাধ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে অতিরিক্ত কষ্ট খুলে রাখে তবে এ থেকে বিরত থাকায় তাদের জন্য উত্তম আর আল্লাহ সর্বশ্রোতা সূরা নূর:৬০
হল চরম বাঁধকে পৌঁছার কারণে যে সকল নারী বিবাহের উপযুক্ত নয় এবং তাদের প্রতিকার আকর্ষণ সৃষ্টি হয় না এ ধরনের বিদ্যা নারীর জন্য এই বিধান তাদেরকে এই সুবিধা দেয়া হয়েছে যে তার অন্যান্য নারীদের কে যেমন আপাদমস্তম ঢেকে রাখতে হয় তাদের জন্য তা জরুরি নয়।
তবে চিকিৎসা ইত্যাদি বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজন মাফিক শিথিলতা গ্রহণের অবকাশও অবশ্যই রয়েছে আল্লাহ তায়ালা যথাযথভাবে এই বিধান পালনের তাফসীর দান করুন আমীন।